লোকে কহে“মানুষ মরে না রাজে”
মানুষ মরণশীল, যেমনটি অপরাপর জন্ত
কিংবা আমি তুমি
হ্যা মানুষ মরে সাজে, বেলা যবে ফুরিয়ে যাবে।
লোকে কহে আসার রয়েছে Serial ,প্রস্তানে নয়
মুলতঃ সবাই মরছে, সকালে, দুপুরে , বিকেলে কিংবা
বেলা যবে নাই রবে।
বাপ রয়ে যায় মা , ছেলে রয়ে যায়, দাদুনাতী
এ যে কি এক চিরন্তন রীতি
ধনী ফকীর,বাদশা,সবাই রইবেনা একদিন
এযে এক অনন্ত যাত্রা, গোলাবা টগর বাতি।
দুফোটা চোখের জল কে বা কার তরে
ভালবাসার বিহীন পাথর ও কাধে যদি আপন
জন যাই চলে।
লোকে কহে পৃথিবীতো ক্ষণস্থায়ী
মুলতঃ তাহা এমনি একটি গৃহ যাহাতে রয়েছে শুধু একটি দোয়ার।
খাও দাও কিংবা যাই করো, রাস্তা নেই বেরোবার
যেদিন বাহিরে যাবে সেদিন মৃত্যু
দোয়ার একটি শুধু পরপারে গাথা
যেথায় যাও না কেন পাবে সেমৃত্যু মধু।।