Sunday, March 31, 2019

আজকের মন

0 comments

বিসমিল্লাহীর রাহমানুর রাহীম

আল্লাহ্ গাফুরুর রাহীম
বড় মেহেরবান করনেওয়ালা
মহান ও পরমক্রমাশীল ,দয়ালু ,দাতা ,
২লাখ ২৪ হাজার পয়গাম্বর
তারাই বার্তা বাহক !!
মেহেরবাণী। হায়রে পৃথিবীর সর্বোৎকৃষ্ট পুষ্পে কি হইল !
কোথায় কে জানি হারিয়ে গেল, ভুলে গেল
বেলাশেষে মোর রইল না কিছু ।
এরইমতন।
ও গুলো নিয়ে বেশই  মাথাখামাতে নেই ,
সেকলে বানী , যুগে খাপখাওয়ানোটাই
সভ্যতা আজকের
আধুননিকতার সংজ্ঞা বদলিয়ে দিয়েছে বিজ্ঞজনেরা
আজকের মন খোদাপাক  আর খরিদ করে না
হাকৃকানী পীরের তাহাজ্জুদের ক্রন্দনে
আল্লাহ্ রাব্বুল আমীনের দ্বার এখনও উম্মুক্ত।
একটু বোতল খেয়েছে?

That’s okay,, ও তেমন কিছুই না
একটু অবৈদ হারাম খেয়েছ?
That’s okay,,ও তেমন কিছুই না
একটু হারাম ব্যাবসা করেছ?
That’s okay,, ও তেমন  কিছুই না
একটু গুরুজনে লাতি মেরেছে?
That’s okay,, ও তেমন  কিছুই না
একটা দুটা খুন করেছে?
That’s okay,, ও তেমন  কিছুই না
ন্যাংটা মেয়েদের নিয়ে মাতাল হয়েছে ?
That’s okay,, ও তেমন  কিছুই না
সুন্দরীর নগ্ন নৃত্য
পাপজেনেও সমসৃ পাপাচারকে  সহজ ভাবে  নিয়েছে?
That’s okay,, ও তেমন  কিছুই না
না,অহরহ মিথ্যে সত্যের মত বলে বেড়াচ্ছ?
That’s okay,, ও তেমন  কিছুই না
না,  গতকালের পাপ আজকের পৃণ্যের মতন ।
হায়রে ইনসান , তুমি আশরাফুল মাখলুখাত ,
কিছু তোমার লজ্জায় বাধে না আর
ও তেমন  কিছুই না বলেই চব্বিশ ঘন্টা অতিবাহিত
রবের দরবারে  তোমার নাম হইরে যদি সমাহিত
তোমার পরিচিতি যাবে লুকায়িত।

আদজাতি,মুদ জাতি,পয়গাম্বর শুত (আঃ) এর কত্তমের মতই তোমাদের ”আজকের মন”
সবই হালাল, হারাম আর রইল বা কৈ?
বলুনতো  একটা  হারাম জিনিসের  নাম  যা থেকে তুমি বিরত
অর্থ, নারী ,রাজত্য¡ এ মোদের লক্ষ্য, এ হইল মোদের সর্বস্ব,
সর্বদায় তাতে মোরা হই ব্যাস্ত,
পরের পন্য, সৃস্ট সভ্যতাই মোরা সন্তÍস্ট,
কোনকিছুতেই মোদের “কিছুই যায় আসেনা” ভাব
পরিশেষে ধবংসের পথ হইল উম্মুত্ত।
বড্ড বাড়াবাড়ি করতেছে শালারা।
একটু গ্যাস ছেড়ে দিলুম ইস্রফিলের সিঙ্গারের ষ্টাইলে
That’s okay,, ও তেমন  কিছুই না ।

গৃহপালিত জন্তুর মত মনুষ্য সমাজ আর না বাড়ুক “প্রভু”
এ মোদের ফরিয়াদ
সততা ,সাধুতায় মনুষ্যের ছিল সবল বুনয়িাদ।
এমন কোন পয়গাম্বর নেই যাকে খোদা পরীক্ষা করেনি
এমন কোন  ঘটনা নেই ওদের যা “রব”প্রত্যক্ষ চোখে তদারক করেনি
হায়রে প্রকৃতির যুগ,
দোহই বাকী রইলনা তোমার হাওয়া  থেকে ,
মানুষ জড় পদার্থের মতই ব্যাস্ত হতে  চায়, সমস্ত উন্নত সভ্যাতার ধরণ,বলন, 
That’s okay,
ও তেমন  কিছুই না  বলেই চালিয়ে নিচ্ছে।

হায়রে মাবুদ, যদি মনুষ্যে খিরে না আসে “আপনারই দান ”
কিয়ামতের মতই উবে যাবে মানুষ
“আজকের মন” সেই জ্ঞানীদের স্মরণে ব্যস্ত হওক।
“পাকে মাওলা” বলেন,সৃজিয়াছি আমি ইনসান ও জ্বীন আমারই ইবাদতের তরে
ভুলে গেছে মোরে লোভে হিংসা মোহকে লয়ে বুকে
নামাজ কালাম যবে নিবে পথেয় করে
“আজকের মন” হয়ে যাবে একজন “আল্লাহর” রজ্জুর বন্দেগী ওয়ালাদের মতন
তুমি আমি যেন তাহা সর্বদা রাখি স্মরণ।

-আমিন ছুম্মা আমিন
আবু রায়হান চৌধুরী

No comments:

Post a Comment

Thanks for your careful comment.