Monday, March 25, 2019

ভালবাসা অভিরাম।

2 comments
আসসালামু আলাইকুম....
এই যে শুনছেন জি আপনাকে বলছি,,, আপনি কি জানেন? আপনার একটি বাজে মন্তব্যে আপনার নিজের এবং ফ্যামিলির কুৎসিত পরিচয় বহন করে এজন্য ই বলছি পোস্ট করুন মজা করুন প্লিজ অর্থহীন বাজে পোস্ট বা কমেন্ট করবেন না,, আপনাকে যদি কেউ পচা কথা বলে তাইলে ভালো এবং নম্র ভদ্র ভাবে সুন্দর ভাষায় বুঝিয়ে দিবেন,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


★আমার গল্প পড়তে এডমি, টাইম লাইন বা ইনবক্সে করতে পরেন,সেই মহান লেখকরা একশ হাত দূরে থাকুন,তাদের বিনা নোটিশে ব্লক করা হবে।
★আপনার পোস্ট টি এর আগে কোন মেম্বার বা সদস্য যদি করে তাহলে আপনার পোস্ট টি ডিলেট করা হবে
★বেশি বেশি লাইক + কমেন্টের আশায় একই পোস্ট ২য় বার গ্রহন যোগ্য নয়।
গল্প কবিতা ছাড়া অন্য কোনো ধরনের পোস্ট এপ্রোভ করা হবে না,
★অন্য কোন পেইজ বা অন্য কোন পেইজের /গ্রুপের পোস্ট সরাসরি সেয়ার করা যাবেনা কারন এতে পরহ্মভাবে ঐ গ্রুপের পোস্ট হয়ে যাচ্ছে তবে গুরুতপূর্ন বা শিক্ষিনিয় পোস্ট হলে কপি করতে পারেন
★এটা কোন পারসোনাল টাইমলাইন না তাই এখানে ব্যক্তিগত পিক আপলোড দেওয়া যাবেনা,দিলে তাকে সাথে সাথে ব্লক করা হবে।
★কোন মহিলা সদস্য কে ফেক বলে পরিবেশ নস্ট করবেন না
★কোন মেম্বার নিজের ফোন নাম্বার গ্রুপে সেয়ার করা যাবেনা
★ধর্ম নিয়ে কোনো কটুক্তি করবেন না
★রাজনৈতিক পোষ্ট থেকে দূরে থাকুন
★ আপনাদের জন্য এই আমাদের গ্রুপ খোলা আশা করি আপনারা সাপোর্ট দিবেন সাপোর্ট দিলে আমরা বহুদূর এগিয়ে যেতে পারব তাই আপনাদের সুবিধার জন্য এই পোস্ট কোন রকম বাজে পোস্ট বা বাজে কিছু দেখলে এডমিন দের মেনশন করুন মেনশন করতে না পারলে রিপোর্ট টু এডমিন করুন অথবা পিন পোস্টে অভিযোগ করতে পারেন আপনারা চাইলেই গ্রুপের পরিবেশ সুন্দর হবে
সব শেষে একটা কথাই বলি
সুন্দর গল্প আপনার বংশের পরিচিয় দিবে
যার নোংরা নাম দিয়ে গল্প লিখে পোস্ট করো
ডিলেট করলে অভিযোগ করো,
তাদের এটাই বলবো নোংরা নামের গল্প পোস্ট করা মাত্রই আপনাকে ব্লক করা হবে
কোনো সুযোগ নাই দ্বিতীয়,
গল্প যে লিখে তার নাম দিয়েই পোস্ট করতে হবে
কপি কালেক্ট এসব চলবে না,
আপনি কপি করেছেন, যে লিখেছে তার নাম দিয়েই পোস্ট করেন,কপি পোস্ট প্রতিদিন একটা করতে পারবেন,নিজের লিখা দু'টি পোস্ট প্রতিদিন করতে পারবেন,
আমরা চাইনা কাউকে ব্লক দিয়ে কস্ট দিতে
মানুষ যেনো কিছু শিখিতে পারে এধরনের কিছু লিখেন
তার বেতিক্রম হলে ব্লক লিস্টে থাকবেন,
আপনাদের সহযোগিতায় এতো দূরে এগিয়ে এসছি
আশা করি আর ও এগিয়ে যাবো যদি আপনারা পাশে থাকেন ভাল গল্প কবিতা লিখেন।
জীবন তো একবার পৃথিবীটা দেখবার
দ্বিতীয় সুযোগ আর নেই তো
এক বারই ভালবাসা
হৃদয়ের এক আশা আমি শুধু চাই তোমাকেই তো।

2 comments:

Thanks for your careful comment.