বিসমিল্লাহীর রাহমানুর রাহীম
একদিন সরে যাব ,
ওই যে আকাশ দেখা যায় সেদিকে
ওই যে কবরস্থান দেখা যাচ্ছে সেদিকে
ওই যে আমার চেীদ্দ পিস্ত্যনের ভিটা
যেদিকে সেদিকে
হায়রে মানুষ, দুদিনের চেতনা একদিন মিলে যাবে সন্তনে
রয়ে যাবে শুধু কিছু বেদনা , মানে বাবুন পৃথিবীটা
খতম হযে যাবে
যেদিন করে খতম হয়ে গেছে বলু নাম নাজানা সভ্যাতা
ওই যে মোর গোস্টিক্ষতি,জানকি একদিন ছিল এ ধারায়
যাহা আজকে দেখ ,নিউক্লিয়ার বোম , মিরেজ বিমান সরিকো
যায় গেল
কত মিলিয়ন বছর আগে যে ওরা সরে গেছে , মিলে গেছে
যেখানি হতে ওরা শুরুতে ছিল
একদিন বাবারা সরি ছিল যাহা তোমরা আজকে দেখা
একদিন ছিল , মিথ্যে বলিনা
আজকে নেই
গতকাল ওদেরকে টেনে নিয়ে গেছে ওদেরকে ।
“অহংকার ” ” একান্তই আমারে ”এন কালাম উল্লাহ।
বিবর্তন ,আবর্তনে পৃথিবী বুড়ো হয়ে গেল
ডাশ তুমি আমি যে রকম সরে যাব একদিন
আহারে লোভী ইনসান একদিন সরে যেতেই হবে
সেদিনের সে কথা রেখো সর্বদা মনে ধরে
নি:শ্বাসের বিশ্বস নেই।
আহা ভাই,
কার কথা লিখব,ইতিহাসেতে লিখা নেই ।
কার কথা লিখি, ভুতের সংখ্যা যে মেলায় ভারী
তোমার আমার জন্য ওরা দাড়িযে থাকে সারি সারি
তুমি আমার মেরেছ, আমি তোমাকে ,সে তাহাকে কি যে লোভের নিত্য সখা চলিয়ে ভবে তাঁহার সত্য
এই যে দেখছনা “দুপাও য়ালার ” আধুনিক শহর খানে সেই খানে মানে ঠিক সেই স্থান টাতেই ছিল তোমার বাপের কবর স্থান।
ওই যে নবাব ছাহেব যাচ্ছে নিজ গরীবাময়ে
গত কাল ঠিক সেদিন সে ছিল পুষ্ট আমার ছায়ায় বন্দুগণ
সতীত বর্তমানে সহোদর , ভবিষ্যৎ তার সাথী
ভবিষ্যৎ অনন্ত, একদিন সরে যেতে হবে ।
পথে রয়েছে খোদাপাকেরই অফুরন্ত সামলা ।
যে কত টুকু নিলাম বাতি তাহাই হইবে তোমার সাম্বী
তোমার শালু
তোমার কবরের আলো
তোমার শালু
তোমার কবরের আলো
তোমার কামাই
তোমার কবরের আলো ।
হার মোর ভ’হাত ঃ
একদিন সরে যেতে হবে তাহাই বড় সত্য ।
আমিন ছুম্মা আমিন
-আবু রায়হান চৌধুরী