Wednesday, May 01, 2019

প্রেত

0 comments
 Home

প্রেত

আবু রায়হান চৌধুরী

বিসমিল্লাহীর রাহমানুর রাহীম

এইখানে মোর দাদীর খবর
ঐখানে যে প্রেত
সারি সারি গোলাবারুদে সূষ্ট ভুত,
চৌদিলে শ্বেত প্রেত।
বিশ্বে চলিছে শান্তির সহড়া
ঐ যে হলুদ ফুল
ঐ যে প্রমানীত কুল
ঐ যে প্রেতাত্বা, ঐ যে নিষ্পাপ ফুল
উনিশ্শ বিয়াল্লিশের প্রেত :
২০০০সনের প্রেত দেখবে
৩০০০ সনে আর আমি নেই-
তবুও চল্লিশ বছররে যুদ্ধ, তোদের কুফারী সভ্যতা
মোদের গুপ্ত বেদনা !
এ পৃথিবীর পাওনা আরো হাজারো কোটি প্রেত
মারেফাতে সুফি  কাঁধিবে সারি সারি
কিছু হারানো  ভাষার লোক, কিছু তামাশা
ঐ যে ইতিহাসের জয়, ঐ যে মনুষ্য জাতের কংকাল
ঐ যে প্রেতঃ ঐ যে প্রেতঃ ঐ যে প্রেতঃ

শুনেছিলেম এক দিন আরেকটি পয়গাম্বর আসবে?
হয়ত অনেকদিন পরে,
শুনেছিলেম এক দিন আরেকজন ইমাম আসবে
হয়ত অনেকদিন পরে,
সবাই ছিলেম মোরা একদিন
মিলিয়নর অব ইয়ারস  এর প্রেতের এ ছোট্ট পৃথিবী।
সমুদ্রের ঝিনুকের মতনই উপরে এসে দেউলিয়া হয়ে আবার
ফিরে যায় সশস্ত্র বাহিনীর মত পূর্ণতা নিয়া
এ ইচ্ছে বড় পুরুষ, মহা পুরুষের প্রেতের হিয়া
নি¤œমানের ক্ষতি গ্রস্তেরাও ওপ্রতের স্থুপ এক একটি।
পিরামিডের প্রেতঃ
আজকের সভ্যতা হয়ত তাদেরই সৃষ্টি----

ইসলামের নুরী প্রেত?
প্রেত, মানুষের খেওনা, দিওনা অন্যন্য বেদনা ,
সত্যমঃ শিবমঃ সুন্দরমঃ
পৃথিবী মোদের এক অনিন্দ্য আশ্রম।
প্রেত প্রকৃতি গত, কালো-শ্বেত প্রেত প্রেত কাদের কৃষ্টেগত!
নশ্বরে ভবের ইসলামী জ্যোতির আনাবিক শক্তি
আমার তোমার “বোধে” যবে কোরআনুল হাকিমের আগমন
তবে হবে মোদের বাপ-দাদার প্রেতের মুক্তি।
হায়রে মানুষ, গতকাল প্রেতের মতই, বর্তমান বেগমান
ভবিষ্যত প্রেতের আলো মহা প্রভু?
যদি না হই শালীন প্রেতের  কালো সর্বত্রে বিদ্যামান
আমরা যেন প্রেত না হই!

আমিন ছুম্মা আমিন

No comments:

Post a Comment

Thanks for your careful comment.