আমি সালমান...
অনার্স ২য় বর্ষের ছাত্র...
ছোটবেলা থেকেই শখ ছিল ক্রিকেটার হব...তাই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে একটা একাডেমীতে ক্রিকেটের প্রশিক্ষণ নিই...
এভাবেই আমার জীবন অতিবাহিত হচ্ছিলো... প্রেম ভালোবাসা থেকে আমি অনেক দূরে ছিলাম...
সময়টা ২০১২ সাল সিলেটের বাইরে খেলতে গিয়েছিলাম...
আর সেখানেই আমার জীবনে বসন্তের প্রথম ফুলের মত একটি অনিন্দ্য সুন্দরি রমনির সাথে পরিচয় হয়েছিল...
তাও আবার অনেক কাঠখড় পোড়ানোর পরে...
এক বন্ধুর মাধ্যমে তার সাথে আমার প্রথম কথা হয়.. কথা গুলো স্বাভাবিকতার মধ্যেই হয় যেমন কেমন আছেন, পড়ালেখার কথা... কথা শেষ হওয়ার পর চলে আসি আর আমরা সিলেটের ম্যাচ জিতে ফিরি...বাসায় আসার পর ওর কথা খুব মনে পড়লো, খুব মিস করতে থাকি তাকে... তিনদিন যাওয়ার পর আর না পারতে আমার সেই বন্ধুকে সব খুলে বলি... সে আমাকে অপেক্ষা করতে বলে.. সে কিভাবে তার (মেয়েটার) মোবাইল নম্বর ব্যবস্থা করেছিল তা আজো অজানা... সেদিন বিকালবেলা এশার আজানের পর কল দিই তাকে... কল দেয়ার প্রায় সাথে সাথে এক মহিলা কল ধরে আর আমি ভয়ে কল কেটে দিয়েছিলাম.. তারপর আবার সন্ধ্যার দিকে আবার কল দিই দেখি ও ধরেছে. ধরতেই আমি বললাম যে
-আপনি কি সুমু?
নিয়ে কথা বলতে থাকি.. মজার কথা হলো আমরা ২ জনেই সমবয়সী তাই তার সাথে আমার পড়ালিখার বিষয়ে কথা বেশি হয়েছিলো ..যদিও লেখাপড়াতে যদি গাধা বৃত্তি থাকতো তাহলে আমি তা পেতাম..সেদিন আর কথা হয়নি..
পরেরদিন....
সকালে কল দিলাম কিন্তু তার মোবাইল বন্ধ!!!
সারাদিন তাকে কলের পর কলদিতে থাক্ক.. কেমন যেন একোটা শুন্যতা আমাকে ক্রমশ গ্রাস করতে থাকে...খুব মিস করতে থাকি তাকে... অবশেষে আমার সবচেয়ে কাছের বন্ধু সিদ্দিক কে ব্যাপারটা খুলেব লি... সিদ্দিক বলে যে
- দোস্ত তুই তো সুমুকে ভালোবাসিস... কথাটা তাকে বলে দে দোস্ত নাহলে পরে আর হয়তো পারবি না,.....
বিকালের দিকে কল আসলো তার নম্বর থেকে..কিন্তু আমি ক্রিকেটে ব্যস্ত থাকায় তার কলটা কেটে দিই.. আর ঠিক দশ মিনিট পরে তাকে কল দিলাম...কল দেয়ার সাথে সাথে বলি যে
আমি - তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে..
সুমু -কি এমন গুরুত্বপূর্ণ কথা জনাব?
আমি - আমি যখন তোমাদের কলেজের মাঠে খেলতে গিয়েছিলাম তখন তোমাকে মাঠ থেকে দেখতে পাই..তখনি তোমাকে আরো কাছাকাছিভাবে দেখার জন্যে মাঠ থেকে বেরিয়ে যাই..
লিখা : Jony Mahamud