বিসমিল্লাহীর রাহমানুর রাহীম।
একদিন ছিলাম, আজো আছি, তাঁহাদের মত একদিন সাড়ে তিনহাতে...
তবু ও ভালবাসার প্রদীপ আমি মানুষ।
স্বপ্ন ,দু:স্বপ্ন কিংবা আরো কত সুন্দর কলি মনে ভেসে উঠে
কিছু রূপ নেয় বাকী গুলো তাহার চরণে দিয়া চলে যাব।
হে বন্ধু, হে মনুষ্যের হিতকারী আপনি আমার স্বপ্ন ভেংগোনা, না করিও কোন ক্ষতি
আমি ও ঠিক অবিকল আপনার মতই কিছু স্বপ্ন আঁকি, হয়ত প্রচ্ছদ একটু ডিফারেন্ট
উন্নত বিশ্বের প্রায় সবকটি ভ্রমনের পর এ সোনার বাংলা মোর শেষ স্বপ্ন।
আমার স্বপ্ন, দুটি না চারটি না- শুধুই প্রভু একটি মিনার
বাহিরে বাতাস কালোরাতের মত আরো কত কিছু
আমার স্বপ্ন আপনানাদের কাছে পাওয়া হু-হু ইসলামের মজলিসে আলোকময় ।। মহানবী (সঃ) আমার পথের স্বপ্ন।।