নিজেদের কল্যানেই প্রকৃতিক বিস্তারের মতই মানুষ বিচারলয় সৃস্টি করেছেন
নিজের দোষক্রমে সবার জন্য মুদির দোকানের মতই ধীরে ধীরে আসিয়েছে সে প্রতিষ্ঠান।
অমনি করে বিবর্তনের এক পর্যায়ে আপনাতেই চলে আসে লেনদেনের মতই বড় ধরণের হিসাব নিকাশ।
দোষে গুণের মানুস শিখি নিল পাপ অন্যের বিচার
ভাল মন্দের বিস্ততি যেন বৃদ্বি না পায় নেমে এল আসমানী কিতাব।
হিসাব নিকাশ না থাকলে আদি অন্ত ও থাকতনা
থাকতনা দোযখ- বেহেশত, এত হাজার ধরণের ঐশী কিতাবালী
সাহায্য কারী হাজারো সৌন্দর্য্যরে মতই ফেরেশতাগুর বিশাল একভুমিচার দন্ডয়মান।
আমরা মনুষ্যকুল দৈনন্দিন হিসাব নিকাশে সদা বিরাজমান