Wednesday, March 27, 2019

জালেম

0 comments

বিসইমল্লাহীর রায়হানুর রহীম।

এতো নি:সন্দেহে একটি আলেমের দুনিয়া।
আপসুস, জালেমের দেীরাত্ব্যে আলেমেরা কোথায় লুকিয়ে
এতো নি:সন্দেহে ১ লাখ ২৪ হাজার পয়গাম্বরের জন্মভূমি
দুঃখ কোথায় রাখি, ওদের বানীও ধীরে ধীরে যাচ্ছে শুকিয়ে
এতো কিয়ামতের লক্ষন! শুকিয়ে লুকিয়ে।।

গত কালকের বহু আলেম আজকের কথিত জালেম কেমনে বা কেন?
গত কালকের পবিত্র এলেম, আজকের দুর্গন্ধ কেন?
হায়রে ইনসানকুল, গতকালকের যদু বড়ই মধু ফেলে দিই কেন?
ওতো সব জনমের , ওতো সবার, সমগ্র সৃষ্ঠির।।

বলোনতো তিনি কে?
আলেমের কালাম ছিল “বালাম”
কিন্তু আজকের কালাম হয়ে গেছে জীর্ন কুঠিরের মতনই!
কেহই শুনেনা, কেহই জানেনা।।

আমি জালেমের দাঁত ভেংগে দিব। আলেম মোদের ইমাম
আমরা তাঁহার শুভ যাত্রা জিহাদ মোদের নাম।
মক্কা মোদের তার্থ হউক-
হউক তাহা কিয়ামত অব্দি সুরক্ষিত।।

গতকালকের আলেম আজকের জালেম ওরা কারা
ইহা এক বৈচিত্র লিলা খেলা!
আলেমেরা যবে সমাজের পথ প্রদর্শক
জালেম তবে সমাজচ্যুত বিস্তাড়িত
আলেমেরা যেদিন সম্মানীত
মোদের অগ্রগতি কভু নহে পরাভ’ত।।

সর্বত্রে আলেমের হউক জয়
বৃদ্ধি হউক খোদারী এলেমের দেীরাত্য¡
আসুক হেদায়েত পদচ্যুত আলেমের তরে
মানাহ কুয়েলস যেমনি এসেছিল ভবে।।
আমিন, ছুম্মা আমিন।।



 আবু রায়হান চৌধুরী



No comments:

Post a Comment

Thanks for your careful comment.